এপিপির খবরে প্রকাশ, পাকিস্তান আর মার্কিন নৌ বাহিনী ২০ জুন থেকে উত্তর আরব সাগরে দশ দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
এবারকার মহড়ার প্রধান বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত আছে ডুবো জাহাজ বিরোধী প্রশিক্ষণ , মাইন অপসারণ , বিমান বিধ্বংসী, ইলেক্ট্রোনিকলড়াই, সমুদ্রে সরবরাহ এবং পরিচালনা ও নিয়ন্ত্রণ ইত্যাদি, এর উদ্দেশ্য হচ্ছে দু'দেশের নৌ বাহিনীর যৌথ লড়াইয়ের ক্ষমতা এবং যুদ্ধ-কৌশলের দক্ষতা উন্নতি করা, এবং সমুদ্রে দু'দেশের সন্ত্রাসদমনের কৌশল প্রশিক্ষণ দেয়া।
মার্কিন নৌ বাহিনীর দুটি ডেস্ট্রয়ার , একটি ডুবো জাহাজ ও বেশ কিছু হেলিকপ্টার এবং পাকিস্তানের নৌ বাহিনীর জাহাজ, ডুবো জাহাজ, বিমান আর বিশেষ সৈন্য বাহিনী এবারকার মহড়ায় অংশ নিয়েছে।
|