২০ তারিখে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী হাসান আল-সাবা বৈরুতে বলেছেন যে, "ভবিষ্যত ফ্রন্ট" নেতৃত্বাধীন সিরিয়ার বিরোধী জোট লেবাননের চতুর্থ পর্যায়ের নির্বাচনে সকল ২৮টি আসন পেয়েছে ।
একইদিন রাতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাবা বলেছেন,এবারকার জাতীয় সংসদের নির্বাচন সম্পূর্ণভাবে পরিকল্পিত সময়ের মধ্যে ন্যায়বিচারমূলক ও স্বাধীনভাবে অনুষ্ঠিত হয়েছে । গোটা সংসদীয় নির্বাচনে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রণালয় নির্বাচনের দূর্নীতির বিরুদ্ধে কোনো অভিযোগপত্র গ্রহণ করে নি ।
এই পর্যন্ত লেবাননের নতুন সংসদের ১২৮টি আসন সবই নির্বাচিত হয়েছে । লেবাননের সেনাবাহিনী পার্টি, খ্রীষ্টান বিরোধী দল এবং "ভবিষ্যত ফ্রন্ট" নিয়ে গঠিত নির্বাচনী জোট ৭২টি আসন পেয়ে নতুন সংসদের সংখ্যাগরিষ্ঠ পার্টিতে পরিণত হয়েছে । আমাল আন্দোলন আর হিজবুল্লাহ দলের নির্বাচনী জোট ৩৫টি আসন পেয়েছে , সাবেক সামরিক সরকারের প্রধানমন্ত্রী মিছেল আওনের নেতৃত্বাধীন " স্বাধীন দেশপ্রেম আন্দোলন" আর তার জোট ২১টি আসন পেয়েছে ।
|