২০ তারিখে দু'দিনব্যাপী চীন-জার্মানী আইনগত দেশ সংক্রান্তপঞ্চম সেমিনার জার্মানীর উত্তরাঞ্চলের বন্দর শহর হ্যামবর্গে অনুষ্ঠিত হয়েছে । এই সেমিনারের শিরোনাম হচ্ছে সরকারের তথ্য উন্মুক্ত হওয়ার আইন ব্যবস্থা।
এবারকার সেমিনারে অংশগ্রহণকারী চীন ও জার্মানী পক্ষের প্রতিনিধিরা তথ্য প্রকাশ্যের আইনগত ভিত্তি,অবকাঠামো নির্মাণে প্রকল্পের তথ্য প্রকাশ্যায়নের সমস্যা এবং আইন প্রণয়নের প্রক্রিয়ায় তথ্য প্রকাশ্যের সমস্যা নিয়ে আলোচনা করছেন ।
এবারকার সেমিনার "চীন-জার্মানী আইন আদান-প্রদান ও সহযোগিতা চুক্তি" এবং এর দ্বিতীয় " দু'বছর পরিকল্পনা"অনুযায়ী , জার্মানীর আইন মন্ত্রণালয় ও চীনের রাষ্ট্রীয় পরিষদের আইন কার্যালয়ের যৌথ উদ্যোগেহয়েছে । চীন-জার্মানীর ১০০জনেরও বেশী সরকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞ এই সেমিনারে অংশগ্রহণ করেছেন ।
|