২০ তারিখে ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইয়ৌম ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সফররত চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ল্যু কুওজেংয়ের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, ইথিওপিয়া চীনের সঙ্গে ঐতিহ্যিক মৈত্রীর যত্ন নেয়, এবং চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে ইচ্ছুক।
সেইয়ৌম বলেছেন, ইথিওপিয়া পক্ষ আশা করে, চীনের সঙ্গে সহযোগিতার মান উন্নয়ন করবে, আন্তর্জাতিক বিষয়ে দু'পক্ষের আলোচনা এবং সমন্বয় জোরদার করবে। তিনি বলেছেন, ইথিওপিয়া চীনের সঙ্গে ভালভাবে পেইচিং ২০০৬ সালে চীন- আফ্রিকা সহযোগিতা ফোরামের মন্ত্রীপর্যায়ের সম্মেলনের প্রস্তুতি নেয়ার প্রয়াস করতে ইচ্ছুক।
ল্যু কুওজেং বলেছেন, চীন ও ইথিওপিয়া দীর্ঘকাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোয় এবং আন্তর্জাতিক বিষয়ে দু'পক্ষসুষ্ঠুভাবে সহযোগিতা করেছে। চীন ইথিওপিয়ার সঙ্গে আদান-প্রদান জোরদার করতে , মৈত্রী উন্নয়ন করতে, সহযোগিতা বাড়াতে ইচ্ছুক, যাতে দু'দেশের সার্বিক সহযোগিতার অংশীদারী সম্পর্ক অব্যাহতভাবে উন্নয়ন করা যায়।
সেদিন আফ্রিকান ইউনিয়ন কমিটির চেয়ারম্যান কোনারেও ল্যু কুওজেংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|