v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-21 08:56:55    
১৯৫৩ সালের ২১ জুন বেনাজির ভূট্টোর জন্ম

cri

 

 বেনজির ভূট্টোর জন্ম ১৯৬৩ সালের ২১ জুন তারিখে। তিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলি ভূট্টোর বড় মেয়ে। ছোট বেলায় তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডি এবং করাচি প্রভৃতি শহরের মিশনারী স্কুলে পড়তেন, পরে মার্কিন হার্ভাড বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অর্থনীতি পড়েছেন। স্নাতক হওয়ার পর ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুই বছর লেখাপড়া করে রাজনীতি, দর্শন এবং অর্থনীতির ব্যাচেলর ডিগ্রি পেয়েছেন। ১৯৭৬ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের গবেষণা কার্যালয়ে বিশেষ করে রণনৈতিক সমস্যা নিয়ে গবেষণা করেন। ১৯৭৭ সালের জুলাই মাসে ভূট্টো সরকার উত্খাত হওয়ার পর তিনি পররাষ্ট্রমন্ত্রণালয় ত্যাগ করে পার্টির তত্পরতায় অংশ নেন। ১৯৭৮ সালের সেপ্টেম্বরে তিনি পাকিস্তানের পিপলস পার্টির কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্যা নির্বাচিত হন। ভূট্টো নিহত হওয়ার পর , বেনাজির ভূট্টোকে একাধিক বার গৃহবন্দী এবং আটক করে রাখা হয়েছে। ১৯৮২ সালের শেষ দিকে ম্যাডাম ভূট্টো ফেডারেল জার্মানী গিয়ে চিকিত্সা করার আগে বেনাজির ভূট্টোকে পাকিস্তানের পিপলস পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের পদে নিযুক্ত হওয়ার জন্য মনোনয়ন করেছেন। ১৯৮৪ সালের ফেব্রুয়ারী মাসে বেনাজিরও চিকিত্সা করতে বিদেশে গিয়েছেন। ১৯৮৬ সালের এপ্রিল মাসে তিনি পাকিস্তানে ফিরে এসে মুহাম্মদ জিয়া-উল-হক সরকারের বিরোধী অভিযানে পিপলস পার্টির নেতৃত্ব করেছেন। ১৯৮৮ সালের নভেম্বর মাসে সাধারণ নির্বাচনে পিপলস পার্টি বিজয় লাভ করেছে, ডিসেম্বর মাসে তিনি পাকিস্তানের প্রথম নারি প্রধানমন্ত্রী হন। ১৯৯০ সালের অগাস্ট মাসে প্রেসিডেন্ট গোলাম ইশাক খান "নিজের স্বার্থে ক্ষমতার অপব্যবহার এবং স্বজনপ্রীতি" প্রভৃতি অভিযোগে বেনাজিরকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছেন। ১৯৯৩ সালের অক্টোবর সাধারণ নির্বাচনের পর তিনি পুনর্বার প্রধানমন্ত্রী হন, ডিসেম্বারে পিপলস পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালের নভেম্বরে "গুরুতর দুর্নীতির" অভিযোগে প্রেসিডেন্ট ফারুক আহমেদ লেঘারি তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছেন। বেনাজির ভূট্টো প্রধানমন্ত্রী হওয়ার সময় বহু বার চীন সফর করেছেন।