লেবাননের "ভবিষ্যত ফ্রান্ট"-এর নেতৃত্বাধীন নির্বাচনী জোটের দায়িত্বশীল ব্যক্তি ১৯ জুন রাতে বৈরুতে অনুমান করে বলেছেন, এই জোট সংসদ নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হবে এবং সংসদের অধিকাংশ আসন পাবে।
সাবেক প্রধানমন্ত্রী রাফিক আল-হারিরির পূত্র সাদ আল-হারিরির নেতৃত্বাধিন "ভবিষ্যত ফ্রান্ট"-এর নেতৃত্বাধীন জোট প্রথম তিন দফা নির্বাচনে ইতোমধ্যে ৪৪টি আসন পেয়েছে, তাতে এই জোট নতুন সংসদে সংখ্যাভারিষ্ঠ দলে পরিণত হবে।
স্থানীয় সময় ১৯ জুন সন্ধ্যা ছয়টায়, লেবাননের সংসদ নির্বাচনের চতুর্থ দফা ভোটদান শান্তিপূর্ণ সমাপ্ত হয়েছে। লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০ জুন সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা।
অন্য খবরে জানা গেছে, লেবাননের প্রধানমন্ত্রী নাকিব মিকাতি ১৯ জুন ভোটদানে অংশ নেওয়ার সময়ে বলেছেন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে এবারকার সংসদ নির্বাচন পুরোপুরি "স্বাধীন, ন্যায্য ও গণতান্ত্রিক"পরিবেশে সাফল্যের সঙ্গে আয়োজিত হয়েছে।
|