দু'দিন-ব্যাপী মধ্য-দক্ষিণ আমেরিকার চীনের শান্তিপূর্ণ একীকরণ উন্নয়ন সমিতির ২০০৫ সালের বার্ষিক সম্মেলন ১৯ জুন মেক্সিকোয় সমাপ্ত হয়েছে।
সম্মেলনে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, এবারের সম্মেলনের আয়োজন প্রমাণ করে যে, মধ্য-দক্ষিণ আমেরিকা এমনকি গোটা আমেরিকা অঞ্চলের চীনাদের "স্বাধীন তাইওয়ান-বিরোধী" এবং "স্বদেশের একীকরণ জোরদার" তত্পরতা দ্রুত বিকশিত হচ্ছে। মধ্য-দক্ষিণ আমেরিকার চীনের শান্তিপূর্ণ একীকরণ উন্নয়ন সমিতি মার্চ মাসে চীনের জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে গৃহিত "রাষ্ট্র-বিভক্তি বিরোধী আইন"এর প্রতি পূর্ণ সমর্থন এবং ভবিষ্যত তত্পরতায় এই আইনের মর্ম অনুসরণের কথা ব্যক্ত করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, মধ্য-দক্ষিণ আমেরিকা এমনকি গোটা আমেরিকার চীনারা ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে তাইওয়ানের স্বাধীনতার বিরোধীতা করবে, দৃঢ়ভাবে চীনের একীকরণ সুরক্ষা করবে এবং চীনা জাতির সমৃদ্ধির জন্য প্রয়াস চালাবে।
মধ্য-দক্ষিণ আমেরিকার বিশটিরও বেশী দেশ ও অঞ্চলের প্রায় ৩০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
|