দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউন ২০ জুন বিকালে সফররত জাপানের প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমির সঙ্গে প্রেসিডেন্ট ভবনে বৈঠক শুরু করেছেন।
এটি হচ্ছে গত ডিসেম্বর মাসের পর দু'দেশের নেতাদের প্রথম বৈঠক। এবারকার বৈঠকে দু'পক্ষ দোকদো, ইতিহাস সমস্যা ও কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা ইত্যাদি অভিন্ন স্বার্থ জড়িত সমস্যা নিয়ে মত বিনিময় করেছে।
বৈঠকের পর দু'দেশের দুই নেতা যৌথ সাংবাদিক সম্মেলনে বৈঠকের ফলাফল প্রকাশ করবেন। রাতে আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করা হবে।
জানা গেছে, কোইজুমি বৈঠক শেষ করে ২১ জুন সকালে স্বদেশে ফিরে যাবেন।
|