চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-পরিচালক চু জি সিন সম্প্রতি বেইজিংয়ে বলেছেন, চীনের অর্থনীতি অব্যাহতভাবে অপেক্ষাকৃত দ্রুতগতিতে বৃদ্ধি হবে, চীনের অর্থনীতির উন্নয়ন মন্থর হয়েছে কিনা তা যাচাই করার পর্যাপ্ত ভিত্তি নেই।
বেইজিংয়ে অনুষ্ঠিত "চীনের আর্থিক ঝুঁকির ব্যবস্থাপনা আন্তর্জাতিক সেমিনারে " চু জি সিন এই কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, চীনের অর্থনীতি নিম্ন গতির সময়পর্বে প্রবেশ করেছে কিনা, তা আন্তর্জাতিক অর্থনীতি এবং অভ্যন্তরিন অর্থনীতির পরিস্থিতি অনুযায়ী যাচাই করা উচিত। আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র সহ কিছু প্রধান দেশ এবং অঞ্চলের অর্থনীতি মন্থর হওয়ার লক্ষণ দেখা দিয়েছে, কিন্তু এটা মানে না যে, চীনের অর্থনীতিও সঙ্গে সঙ্গে মন্থর হবে। চীনের অভ্যন্তরিন পরিস্থিতি অনুযায়ী, বর্তমান চীনের অর্থনৈতিক উন্নয়নের গতি মোটের ওপর ভালো।
|