১৯ জুন নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত আফ্রিকার ছয় রাষ্ট্রের শীর্ষ সম্মেলন আশা প্রকাশ করেছে যে, আগামী মাসে অনুষ্ঠিতব্য আট রাষ্ট্র গোষ্ঠীর শীর্ষ সম্মেলন আফ্রিকার সব দেশের ঋণ মকুফ করবে।
সেদিন প্রকাশিত চুড়ান্ত ইস্তাহারে ছয় রাষ্ট্র গোষ্ঠি উল্লেখ করেছে , সম্প্রতি আট রাষ্ট্র গোষ্ঠির অর্থ মন্ত্রী সম্মেলনে ১৪টি দরিদ্র আফ্রিকান দেশের অতিভারি ঋণ বোঝা পুরোপুরি মকুফ করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা হচ্ছে এক অগ্রগতি। ইস্তাহারে আট রাষ্ট্র গোষ্ঠির উদ্দেশ্যে সকল আফ্রিকান দেশের ঋণ মকুফ করার আহ্বান জানিয়েছে।
ইস্তাহার আট রাষ্ট্র গোষ্ঠি এবং আন্তর্জাতিক সমাজ আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিকল্পনার জন্য আরো বেশি অর্থ দেয়া এবং আফ্রিকার উন্নয়নের জন্য দেয়া আর্থিক সাহায্যের পরিমাণ পরবর্তী তিন বছরের মধ্যে দ্বিগুণ বাড়ানোর জন্য প্রচেষ্টা চালানোর দাবি জানিয়েছে, যাতে জাতি সংঘের নির্ধারিত সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্র বাস্তবায়িত হতে পারে।
|