২০ তারিখে জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিছিরো বলেছেন, তিনি এইদিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউনের সঙ্গে অনুষ্ঠিতব্য শীর্ষ বৈঠকে খোলাখুলিভাবে মত বিনিময় করবেন।
কোইজুমি জুনিছিরো একইদিন দক্ষিণ কোরিয়া গিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউনের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন, এবার হল গত ডিসেম্বর থেকে দু'দেশের নেতাদের প্রথম বৈঠক, এবং দু'পক্ষের সপ্তম বৈঠক।
কোইজুমি জুনিছিরো বলেছেন, কোনো কোনো মতের মতভেদের কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধ হবে না, তিনি ও রোহ মু হিউন ইয়াসুকুনি সমাধি ইত্যাদি সমস্যা নিয়ে খোলাখুলিভাবে মত বিনিময় করবেন।
|