জর্দানের রাজা আবদুল্লাহ ১৯ তারিখে রাজধানি আম্মানে সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাত্ করেছেন, দুপক্ষ দুদেশের সম্পর্ক, মধ্য-প্রাচ্য সমস্যা এবং ইরাক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে।
সাক্ষাত্কালেআবদুল্লাহ বলেছেন, মধ্য-প্রাচ্য শান্তি "রোড ম্যাপ "পরিকল্পনা পালন করা হচ্ছে ইস্রাইলের দখল শেষ করা, ইস্রাইলের সঙ্গে সহাবস্থানকারী একটি স্বাধীন ফিলিস্তীন দেশ স্থাপন করা এবং শান্তিপূর্ণ উপায় নিয়ে সমস্যা সমাধান করার একমাত্র উপায়।মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়ায় অব্যাহতভাবে ভূমিকা পালন করা।
রাইস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে , জর্দানের নিরাপত্তা এবং স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন সরকার জর্দানের সার্থ্য ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো কাজের বিরোধিতা করে।
দুজন একমত হয়েছে যে, আন্তর্জাতিক সমাজের উচিত ফিলিস্তীন জাতীয় ক্ষমতা সংস্থার রাষ্ট্রীয় ব্যবস্থা স্থাপনের সমর্থন করা এবং অর্থনৈতিক সাহায্য দেয়া।
|