জাপানের "মাইনিছি শিমবুন" পত্রিকা ২০ জুন প্রকাশিত এক জনমত জরীপে দেখা যাচ্ছে যে, ৫০ শতাংশ জাপানী নাগরিক প্রধানমন্ত্রী কৌইজুমি জুনিছিরোর ইয়াসুকুনি সমাধি শ্রদ্ধা তর্পণ করার বিরোধীতা করেন, এ অনুপাত গতবার জরীপের চেয়ে ৯ শতাংশ বেড়েছে।
জানা গেছে, "মাইনিছি শিমবুন" পত্রিকা ১৮ এবং ১৯ জুন দুই দিন ধরে টেলিফোনের মাধ্যমে জনমত জরীপ করেছে। জরীপের ফলাফল থেকে প্রমাণিত হয়েছে যে, কৌইজুমি জুনিছিরোর ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পনের বিরোধীতাকারীর সংখ্যা গত বছরের ডিসেম্বরের ৪১ শতাংশ থেকে বেড়ে বর্তমান ৫০ শতাংশ হয়েছে। তরুণ-তরুণীদের মধ্যে বিরোধীতাকারীর সংখ্যা অর্ধেকেরও বেশি।
"মাইনিছি শিমবুন" পত্রিকা মনে করে, কৌইজুমি জুনিছিরো ইয়াসুকুনি সমাধি শ্রদ্ধা তর্পন করার ফলে জাপান আর চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ার সম্পর্কের অবনতি হয়েছে, এটা হচ্ছে জাপানের অভ্যন্তরে বিরোধীতাকারীর সংখ্যা বেড়ে যাওয়ার মূল কারণ।
|