দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়া হবে। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে কেউ শিক্ষক হতে পারবেন না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের গুণগত মান নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা ২০০৫ প্রণয়নের লক্ষ্যে শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সভাপতিত্বে এক সভায় শিক্ষক নিয়োগ নীতিমালা চুড়ান্ত করা হয়। এই নীতিমালা প্রণয়নের জন্য গত ২০ মার্চ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ ছিল। আগস্টের শেষ সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নভেম্বর থেকে বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসায় শিক্ষক নিয়োগ শুরু হবে।
(ittefaq)
|