চীনের অর্থমন্ত্রনালয়ের কর্মকর্তা লি চিংহুই সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , চীন পুঁজি আর নীতির দিক থেকে বলিষ্ঠভাবে আবর্তনশীল অর্থনীতি সমর্থন করবে ।
অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক গঠন বিষয়ক বিভাগের উপপরিচালক লি চিংহুই সপ্তম সবুজ চীন ফোরামে বলেছেন , চীন পরিবেশ রক্ষাখাতে পুঁজিবিনিয়োগ বাড়াবে , শুল্ক নীতি উন্নত করবে , দুষিত পানি বিশুদ্ধ করার শিল্পায়ন তরান্বিত করবে , সম্পদের ক্ষতিপূরণ সহ ব্যবহার জোরদার করবে । এই চার দিক থেকে চীন আবর্তনশীল অর্থনীতির উন্নয়ন সমর্থন করবে । যাতে চীন টেকসই উন্নয়নের পথে পদক্ষেপ নিতে পারে ।
তিনি আরও বলেছেন , পুনঃব্যবহার্য শক্তি উন্নয়নে ব্যবহার্য করা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার গবেষনা সমর্থন করার জন্য চীনের অর্থ মন্ত্রনালয় পুনঃ ব্যবহার্য শক্তির বিশেষ পুঁজি-ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে ।
|