সপ্তম উত্তরাঞ্চল ফোরামের পূর্ণাঙ্গ সভা ১৮ জুন উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের হার্বিন শহরে উদ্বোধন হয়েছে । কানাডা , চীন , ফিনল্যান্ড , আইসল্যান্ড , জাপান , দক্ষিন কোরিয়া , মঙ্গোলিয়া , রাশিয়া , যুক্তরাষ্ট্র সহ ৯টি দেশের ১৭টি অঞ্চলের প্রতিনিধিরা এই সভায় অংশ নিয়েছেন । প্রতিনিধিরা বলেছেন , তারা অব্যাহতভাবে সদস্যদেশগুলোর মধ্যেকার নিবিড় সহযোগিতা সম্প্রসারণ করবেন এবং অঞ্চলের অভিন্ন উন্নয়ন তরান্বিত করবেন ।
উত্তরাঞ্চল ফোরামের চেয়ারম্যান পাকা হানের বলেছেন , এই ফোরাম উত্তরাঞ্চলের একমাত্র বেসরকারী সংস্থা ,এর সদস্য দেশ ও অঞ্চলগুলোর আছে প্রচুর সম্পদ । এদের সামনে একই পরিবেশ-সমস্যা ও অর্থনীতির টেকসই উন্নয়নের সমস্যার সম্মুখীন । বিশ্বায়নের পটভূমিতে উত্তরাঞ্চলকে আরও নিবিড় কার্যক্রম ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নের মান ও নাগরিকদের জীবনযাপনের গুনগতমান উন্নত করতে হবে ।
দুদিনব্যাপী সভাটি ফোরামের ছাঁচের মধ্যে সহযোগিতা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে এবং উত্তরাঞ্চল ফোরামের হার্বিন ঘোষনা প্রকাশ করবে ।
উল্লেখ করা যেতে পারে যে , ১৯৯১ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত ফোরামটি জাতিসংঘের পরিচালনাধীন একটি বেসরকারী সংস্থা । দু বছরে একবার করে এই সংস্থার পূর্ণাংগ সভা অনুষ্ঠিত হয় ।
|