২০০৫ সালে চীনের নকল অডিও ও ভিডিও দ্রব্য উত্পাদন বন্ধের তত্পরতা ১৯ জুন পেইচিংয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।
জানা গেছে , এবারের নকল অডিও ও ভিডিও দ্রব্য উত্পাদন বন্ধ করার তত্পরতা দুমাস ধরে চলবে । এই তত্পরতায় চীনের ১২টি শহরের সংশ্লিষ্ট বিভাগ অডিও ও ভিডিও বাজারে বারবার পরীক্ষা চালাবে । বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা ও আইন বিভাগ নকল অডিও ও ভিডিও দ্রব্য উত্পাদন ও বিক্রির উত্স খুঁজে বের করার চেষ্টা চালাবে । তাছাড়া সংশ্লিষ্ট বিভাগ আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে এবং সঙ্গেসঙ্গে প্রচার ও শিক্ষার কাজ জোরদার করবে । যাতে গোটা সমাজের ধীশক্তি সম্পদের অধিকার রক্ষার জ্ঞানবোধ বাড়ানো যায় ।
পরিসংখ্যান অনুযায়ী ২০০৪ সালে চীনে মোট ১৭.৫ কোটি নকল অডিও ও ভিডিও দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।
|