১৮জুন হংকংয়ের নতুন প্রশাসক প্রার্থী নির্বাচিত হওয়ার পর চেন ইন-ছুয়েন প্রথমবার গণ প্রশ্ন-জবাব সভায় অংশ নিয়েছেন । তিনি বলেছেন , প্রশাসক নিযুক্ত হলে দু বছর মেয়াদে তিনি সরকারের পরিচালনা ও প্রশাসন-ক্ষমতা উন্নত , সুষম সমাজ প্রতিষ্ঠা ও সার্বিকভাবে অর্থনীতি উন্নয়নকরার প্রয়াস চালাবেন ।
প্রশ্ন-জবাব সভায় চেন ইন-ছুয়েন রাজনৈতিক ব্যবস্থা উন্নয়ন , জীবনযাপনের উন্নতি , শিক্ষা , চিকিত্সা সম্পর্কে বিভিন্ন মহলের ব্যক্তিদের প্রশ্নের উত্তর দিয়েছেন । তিনি বলেছেন , পরবর্তী কয়েক মাসের মধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত শুনতে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন । যাতে চলতি বছরের অক্টোবর মাসে তার প্রশাসনিক রিপোর্টে পরবর্তী দু বছরে তার প্রধান কাজ নির্ধারিত করা যায় ।
প্রশাসনিক পরিষদের পুনঃপ্রতিষ্ঠা সম্পর্কে তিনি বলেছেন , প্রশাসনিক পরিষদ সমাজের নানান শ্রেষ্ঠ ব্যক্তিদের মতামত সংগ্রহ করবে বলে তিনি আশা করেন । সঙ্গেসঙ্গে তিনি আশা করেন যে , যারা প্রশাসনিক পরিষদে অন্তর্ভুক্তহবেন তারা হবেন হংকংয়ের সেবা করার এবং দেশ আর হংকংকে ভালবাসার লোক ।
|