রাশিয়ার জাতীয় দুমার চেয়ারম্যান বোরিস গ্রেজলোভ ১৮ জুন চীনের ছুং ছিং শহরে সফরকালে ফ্যাসীদা-বিরোধী দ্বিতীয় বিশ্ব যুদ্ধে রাশিয়া ও চীনের বিরাট অবদান ও তখন প্রতিষ্ঠিত দৃঢ় মৈত্রীর উচ্চ মূল্যায়ন করেছেন।
ছুং ছিং-এ "ফ্যাসীবাদ-বিরোধী যুদ্ধ বিজয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে ছবি প্রদর্শনী"র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছেন, রাশিয়া ও চীন উভয় ফ্যাসীবাদ-বিরোধী যুদ্ধে বিরাট অবদান রেখেছে। চীনা জনগণ দৃঢ়ভাবে চালানো জাপানী-বিরোধী যুদ্ধ সারা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
চীন সরকার ও চীনা জনগণ যে জাপান-বিরোধী যুদ্ধে অংশগ্রহণকারী রাশিয়ার বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জনোয় গ্রেজলোভ তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং তিনি আশা করেন, রুশ-চীন জনগণের মধ্যে মৈত্রী চিরকাল থাকবে।
|