১৮ জুন সোমালিয়ার অন্তবর্তীকালীণ সরকারের প্রধান মন্ত্রী আলি মোহামেদ গেডি কেনিয়ার রাজধানী নাইরুবি ত্যাগ করে সোমালিয়ায় ফিরে গেছেন। রওয়ানা হওয়ার আগে একটি সাংবাদিক সম্মেলনে গেডি বলেছেন, চলতি মাসের ২৪ তারিখে সোমালিয়ার পূর্ণগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে গোটা সোমালিয়ার ৯৩টি অঞ্চলে যথাক্রমে ১০০ জন প্রতিনিধি নিয়ে গঠিত স্থানীয় প্রশাসনিক সংস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি বিশ্ব সমাজের উদ্দেশ্যে অব্যাহতভাবে সোমালিয়াকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সোমালিয়ার অভ্যন্তরেবিশেষ করে রাজধানী মোগাডিসুর নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাসংকূল বলে গত বছরের শেষ দিকে সোমালিয়ার অন্তবর্তীকালীণ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নাইরুবি ছিলো তাদের কার্যস্থান।গত মে মাসে সোমালিয়ার অন্তবর্তীকালীণ সংসদ অন্তবর্তীকালীণ সরকারকে নাইরুবি থেকে স্বদেশের বাইডো আর জোহারে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর এই অন্তবর্তীকালীণ সরকার আবার রাজধানী মোগাডিসুতে স্থানান্তরিতহবে।
|