১৮ জুন জর্ডানের রাজধানী আম্মানেচীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী ফারুক কাসরাভির সঙ্গে বৈঠক করেছেন । দুপক্ষ দুদেশের সম্পর্ক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রভৃতিবিষয়ে মত বিনিময় করেছে ।
লি চাওসিং বলেছেন , চীন জর্ডানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় । চীন জর্ডানের সঙ্গে যৌথ প্রচেষ্টায়পারস্পরিক আস্থা গভীর করতে, সহযোগিতা সম্প্রসারনকরতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদার করতে চায় । কাসরাভি বলেছেন , জর্ডান এক চীন নীতি অনুসরণ করে , চীনের শান্তিপূর্ণ একীকরণ ব্রত সমর্থন করে এবং মনে করে যে , তাইওয়ান ও তিব্বত চীনের অবিচ্ছেদ অংশ ।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে দুপক্ষ মনে করে যে , জাতিসংঘের সংশ্লিষ্ট সিদ্ধান্ত ও ভূমির বিনিময়ে শান্তি নীতির ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত রাজনৈতিক সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যা সমাধান করা । চীন ও জর্ডান ইরাকের পুনঃনির্মানে সাহায্য ও সমর্থন করবে ।
একই দিনে লি চাও সিং জর্ডানের পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী মাডাম সুহের আল আলির সঙ্গে জর্ডানকে চীনের সুদবিহীন সাহায্য চুক্তি স্বাক্ষর করেছেন ।
|