১৭ জুন আর্জেন্টিনার সংসদ ভবনে ভাইস প্রেসিডেন্ট ও স্পীকার দানিয়েল ওস্ভাল্ডো সিওলি সফররত চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান লিউ ইয়েনতুংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন ।
সাক্ষাত্কালে দানিয়েল বলেছেন , ২০০৪ সাল থেকে আর্জেন্টিনা আর চীনের মধ্যে ঘনঘন উচ্চ পর্যায়ের সফর বিনিময় ও বানিজ্য আদানপ্রদান হয়ে আসছে । অর্থনৈতিক উন্নয়নে দুদেশের বিরাট পারস্পরিকতা ও সহযোগিতার অবকাশ আছে । আর্জেন্টিনার সংসদ দুদেশের সরকারকে রাজনীতি , অর্থনীতি , সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে দুদেশের আদানপ্রদান জোরদারে সাহায্য করতে ইচ্ছুক ।
স্পীকার দানিয়েল আবার ঘোষণা করেছেন যে , আর্জেন্টিনা সরকার এক চীন নীতিতে অটল থেকে চীনের শান্তিপূর্ণ একীকরণ ব্রত সমর্থন করবে ।
আর্জেন্টিনা সরকারের এক চীন নীতি সমর্থনকে লিউ ইয়েতুং উচ্চ প্রশংসা করেছেন । তিনি বলেছেন , অনেক আন্তর্জাতিক সমস্যায় চীন আর আর্জেন্টিনা পরস্পরকে সমঝোতা করে , পরস্পরকে সমর্থন করে , দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।
লিউ ইয়েতুং ও তার সফরসঙ্গীরা ১৫ জুন আর্জেন্টিনা সফর শুরু করেছেন। এর আগে তারা কিউবা ও ব্রাজিল সফর করেছেন ।
|