ইরানের সংবিধান তত্ত্বাবধান কমিশনের মুখপাত্র ইলহাম ১৮ জুন ঘোষণা করেছেন, নবম প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকারী ৭ জন পদপ্রার্থী ১৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে অর্ধেক ভোটও পাননি বলে ইরানে ২৪ জুন দ্বিতীয়বার ভোটদান আয়োজিত হবে।
সংবিধান তত্ত্বাবধানকমিশনের যুগিয়ে দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৩২ মিলিয়ন ভোটদাতা ১৭ জুন অনুষ্ঠিত ভোটদানে অংশ নিয়েছেন। মোট ২০.৬ মিলিয়ন কার্যকর ভোট আছে। ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট রাফসানজানি, তেহরাণের প্রাক্তন মেয়র আহমেদিনেজাদ এবং প্রাক্তন স্পীকার কারোবির পাওয়া ভোট অন্যান্যের চেয়ে বেশি। এর মধ্যে রাফসানজানির পাওয়া ভোট সবচেয়ে বেশি,২০.৭২ শতাংশ।
ইরানের আইন অনুযায়ী, প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে যে দু'জন পদপ্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন তাদের দ্বিতীয় নিবার্চনে অংশগ্রহণের যোগ্যতা অর্জিত হবে। দ্বিতীয় নির্বাচন প্রথম নির্বাচনের এক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় ১৮ জুন রাতে ১৭ জুন অনুষ্ঠিত ভোটদানের চূড়ান্ত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।
|