চেন ইনছুয়েন নতুন প্রশাসকপ্রার্থী নির্বাচিত হওয়ার পর হংকং বিশেষ প্রশাসন এলাকার বিভিন্ন মহল মনে করে যে , এই ফলাফল হংকংয়ের জনগনের আশা আকাঙক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি প্রশাসক নিযুক্ত হওয়ার পর স্থিতিশীল ও সুষম সামাজিক পরিবেশ সৃষ্টি করবেন, অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করবেন এবং গণতন্ত্রউন্নত করবেন বলে হংকংয়ের বিভিন্ন মহল আশা প্রকাশ করে ।
চিনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্য চেন সিয়েনচি বলেছেন , চেন ইনছুয়েন যে নির্বাচন কমিটির ব্যাপক সদস্যের সমর্থন পেয়েছেন তা থেকে প্রমানিত হয়েছে যে , এটা জনগনের ইচ্ছা । তারা বিশ্বাস করেন যে , তিনি আরও বেশী ভূমিকা পালন করবেন । চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনেরস্ট্যান্ডিং কমিটির সদস্য, হংকংয়ের চুংহুয়া শিল্প ও বানিজ্য সমিতির সভাপতি ইয়াং সুনসি বলেছেন , প্রশাসন ও সমস্যার সমাধানে তিনি অত্যন্ত অভিজ্ঞ । তিনি হংকং ব্যাপক নাগরিকদের সমর্থন পেয়েছেন ।তার প্রশাসক নিযুক্ত হওয়ার পর হংকংয়ের অর্থনীতির পুনরুত্থানের প্রবনতাবজায় থাকবে এবং সমাজের ক্ষতিকর সংঘর্ষ কমে যাবে বলে তিনি আশা করেন ।
|