দুদিন-ব্যাপী ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন ১৮ জুন ব্রুসেলসে সমাপ্ত হয়েছে। সম্মেলনে ই ইউ-র ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আর্থিক বাজিট (মধ্যকালিন আর্থিক বাজিট) নিয়ে ঐক্যমত অর্জিত হয় নি।
ই ইউ-র পালাক্রমিক সভাপতি লাক্সেম্বার্গের প্রধানমন্ত্রী চেন ক্লাউড চুন্কর সম্মেলনের শেষে তথ্য-জ্ঞাপন সভায় বলেছেন, প্রতি সদস্য দেশ যথাসাধ্য প্রয়াস চালিয়েছে এবং প্রায় ঐক্যমত অর্জিত হয়। কিন্তু অল্প সদস্য দেশের আপোসমূলক কূটনৈতিক মনোভাবের অভাবের কারণে অবশেষে ঐক্যমত অর্জিত হয়নি। চুন্কর বলেছেন, ই ইউ এখন বিরাট বিপদে পড়েছে।
ইউরোপীয় কমিটির চেয়ারম্যান জোস মানুল বারোস এই ফলাফল নিয়ে নিন্তিত এবং দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন যে ই ইউ অবশেষে একটি পদ্ধতি খুঁজ বের করতে পারবে।
|