চীনের শতাধিক শক্তি সম্পদ খাতের নামকরা শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা ১৮ জুন বেইজিংয়ে যৌথভাবে চীনের শিল্প মহলের উদ্দেশ্যে সক্রিয়ভাবে পরিবেশ সুরক্ষার সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
চীনের ইস্পাত, বিদ্যুত, নির্মাণ, মোটর গাড়ি তৈরি ইত্যাদি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সপ্তম সবুজ চীন ফোরামে এই প্রস্তাব করেছেন। প্রস্তাবে এই শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা পরিষ্কার-পরিচ্ছন্ন উত্পাদন করবে, সর্বাধিক মাত্রায় দূষিত পানি, দূষিত গ্যাস এবং নানান রকমের পদার্থজড়িত দূষিত জিনিসের নিষ্কাশন কমানোর সঙ্গে সঙ্গে শক্তি সম্পদের মিতব্যয় করবে। সম্পদের সার্বিক সদ্ব্যবহার জোরদার করবে।
ফোরামে উপস্থিত চীনের জাতীয় পরিবেশ সুরক্ষা সাধারণ ব্যুরোর মহাপরিচালক পান ইয়ু বলেছেন, চীন আরো কড়াকড়ি পরিবেশ সুরক্ষা ব্যবস্থা এবং পরিবেশের মানদন্ড চালু করবে, এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছান্ন উত্পাদনে উত্সাহ দেয়ার জন্য সংশ্লিষ্ট নিয়মকানুন প্রণয়ন করবে।
|