১৯৮৪ সালের ১৭ থেকে ২৯ জুন পর্যন্ত তৃতীয় আন্তর্জাতিক বিকলাংগ গেমস মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়াক অংগরাজ্যে অনুষ্ঠিত হয় । এই গেমসে অংশ নেওয়ার জন্য চীন প্রথম বার ৪১ সদস্য একটি ক্রিড়া প্রতিনিধি দল পাঠিয়েছে। প্রতিনিধি দলের মধ্যে রয়েছে ২৪ জন ক্রীড়াবিদ, তারা দৌঁড়ঝাঁপ নিক্ষেপ , সাঁতার এবং টেবিলটেনিস প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। মোট ২টি স্বর্ণপদক, ১৩টি রৌপ্যপদক এবং ৯টি ব্রেন্জপদক অর্জিত হয় । সাত জন ক্রীড়াবিদ বিকলাংগ গেমসের বিশ্ব রেকর্ড ভংগ করেন।
পিন য়া লির বয়স ২২। তিনি পেইচিং রাবার কারখানার একজন শ্রমিক ছিলেন। ১৯৮১ সালে পেইচিং শহরে অনুষ্ঠিত বোবা আর অন্ধ গেমসে তিনি লং জাম্প আর ৮০০ মিটার ইভেন্টে দুটো শীরোপা অর্জন করেন। ১৯৮২ সালে তৃতীয় দূর প্রাচ্য আর দক্ষিণ প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের বিকলাংগ গেমসে তিনি যথাক্রমে ১০০ মিটারের দ্বিতীয় এবং ৪০০ মিটারের তৃতীয় হয়েছিলেন। তৃতীয় আন্তর্জাতিক বিকলাংগ গেমসে তিনি অন্ধ নারী বি ২ শ্রেণীর লং জাম্প প্রতিযোগিতায় ৪ .২৮ মিটার দৈর্ঘ্য অতিক্রম করে চ্যাম্পিয়ন হন। সে বার বিকলাংগ গেমসে জেন জা পিন যিনি সাংহাইএর ৬৪ নম্বর মাধ্যমিক স্কুলের পাঠগারে কাজ করতেন।তিনি ৫ .৪৫ মিটার দৈর্ঘ্য অতিক্রম করে পুরুষদের এ ৫ শ্রেণীর দ্বিতীয় হয়েছিলেন। তিনি ইতিমধ্যে বিশ্ব রেকর্ড ভংগ করেছিলেন।
|