v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-17 21:01:32    
১০ জুন--১৭ জুন, ২০০৫

cri
ই ইউ-র কাছে চীনের বস্ত্রপণ্য রপ্তানি বৃদ্ধি সম্পর্কে দুপক্ষের চুক্তি

ই ইউ বাণিজ্য কমিশনের সদস্য পিটার ম্যাণ্ডেলসন ১১ জুন ভোর হবার আগে সাংহাইয়ে অনুষ্ঠিত এক তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, আগামী তিন বছর ই ইউ-র কাছে চীনের বস্ত্রপণ্য রপ্তানি বৃদ্ধি সম্পর্কে দুপক্ষের চুক্তি হয়েছে ।

ম্যাণ্ডেলসন চীনের বাণিজ্যমন্ত্রী পো শিলাই-এর সঙ্গে দীর্ঘ ১০ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করার পর বলেছেন, এখন থেকে ২০০৭ সাল পর্যন্ত এ বাণিজ্যে দুপক্ষ একটি স্থিতিশীল উত্তরণপর্ব সুনিশ্চিত করবে । ২০০৮ সালে ই ইউর বাজার সার্বিকভাবেই চীনের বস্ত্রপণ্যের জন্য উন্মুক্ত হবে ।

পো শিলাই এই তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, চীন সরকার চীন-ই ইউ বস্ত্র বাণিজ্য বিতর্ক নিষ্পত্তিতে ই ইউর আন্তরিকতার প্রশংসা করে , ই ইউ সংলাপ আর পরামর্শের মাধ্যমে বস্ত্রবাণিজ্যের বিরোধ নিষ্পত্তির প্রয়াস চালিয়েছে, পক্ষান্তরে অন্য কিছু দেশ একতরফা ব্যবস্থা নেয়ার মাধ্যমে সমস্যা সমাধান করতে সচেষ্ট ।

সংশ্লিষ্ট চুক্তি সম্পাদনের পর ই ইউ কমিশন তার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, বস্ত্রদ্রব্য সমস্যায় ই ইউ এবং চীন ব্যাপক এবং ভারসাম্যভিত্তিক চুক্তিতে উপনীত হয়েছে, এতে প্রতীয়মান হয়েছে যে, বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা দুপক্ষেরই অভিন্ন স্বার্থের অনুকূল ।

চেং পেইইয়েন: চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, দক্ষিণ-উত্তর আলোচনা সমর্থক

১৫ জুন কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত "৭৭ রাষ্ট্র গোষ্ঠী যোগ চীন"-এর দ্বিতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী চীনের উপ প্রধানমন্ত্রী চেং ফেইইয়ান জোর দিয়ে বলেছেন, চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সমর্থন করে, দক্ষিণ-উত্তর আলোচনা উন্নয়ন করতে ইচ্ছুক, এবং দক্ষিণা দেশের সঙ্গে উন্নয়ন মুখী দেশের সুন্দর ভবিষ্যত্ সৃষ্টি করতে ইচ্ছুক।

চেং ফেইইয়ান চীন সরকারের প্রতিনিধি হিসেবে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং দক্ষিণ-উত্তর আলোচনা প্রসঙ্গে চারটি প্রস্তাব দাখিল করেছেন। এক, দক্ষিণা দেশগুলোর সংহতি জোরদার করা, জাতি সংঘ ইত্যাদি আন্তর্জাতিক সংস্থায় এসব দেশের অংশগ্রহণ ও মত প্রকাশ অধিকার এবং প্রভাব বিস্তারের শক্তি উন্নয়ন করা; দুই, দক্ষিণ দক্ষিণ অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা গভীর করা, বিভিন্ন সংকট প্রতিরোধ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়াস নেয়া: তিন, দক্ষিণ-উত্তর আলোচনা ও সহযোগিতা উন্নয়ন করা এবং সারা বিশ্বের অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করা।

ব্যাপক উন্নয়নমুখী দেশ দীর্ঘকাল ধরে দৃঢ়ভাবে চীনের সরকারকে সমর্থন দিয়ে এসেছে বলে চেং ফেইইয়ান ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতা ও শিল্পাদ্যোক্তাদের এই বছরের শেষ দিকে চীনের পেইচিংয়ে অনুষ্ঠিতব্য প্রথম দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও বাণিজ্য ফোরামে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, রাশিয়া, শ্রীলংকা ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথাবার্তা

১৪ তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং আলাদা আলাদাভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মণ কাদির্গামার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের সঙ্গে টেলিফোনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে মত বিনিময় করেছেন ।

উ কুয়েন চেং: চীনের কমিউনিষ্ট পার্টি ভারতের বিভিন্ন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আদান প্রদান করতে ইচ্ছুক

চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য উ কুয়েন চেং ১৫ তারিখে সাধারণ সম্পাদক এ বি বর্ধনের নেতৃত্বে চীন সফররত ভারত কমিউনিষ্ট পার্টির প্রতিনিধি দলের সংগে সাক্ষাত করেছেন । সাক্ষাতের সময় উ কুয়েন চেং বলেছেন , সম্মিলিতভাবে দুদেশের সম্পর্কের উন্নয়ন তরান্বিত করার জন্য চীনের কমিউনিষ্ট পার্টি ভারত কমিউনিষ্ট পার্টি সহ ভারতের বিভিন্ন প্রধান রাজনৈতিক দলের সংগে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।

তিনি বলেছেন , গত কয়েক বছরে দুদেশের সম্পর্ক উন্নয়নের প্রবণতা খুবই ভালো । চীন পক্ষ বিশ্বাস করে যে , দুপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় দুদেশের সম্পর্ক অবশ্যই আরো ঘনিষ্ঠ হবে । বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের বাস্তব সহযোগিতা অবশ্যই আরো ফলপ্রসূ হবে ।

চীন সরকার দালাই'র অন্য দেশ সফরের বিরোধী

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৪ জুন বেইজিংয়ে নিয়তিম সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের কেন্দ্রীয় সরকার সর্বদাই যে কোনো ওজুহাতে যে কোনো দেশে গিয়ে দালাই লামার রাজনৈতিক তত্পরতা চালানোর বিরোধীতা করে।

  সম্প্রতি দালাই' এর সুইডেন সফর প্রসঙ্গে সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় লিউ চিয়ান ছাও বলেছেন, দালাই এক জন সরল ধর্মীয় ব্যক্তি নন, বরং ধর্মের ওজুহাতে চীনকে বিচ্ছিন্নএবং জাতির সংহতি বিনষ্ট করতে তত্পর একজন রাজনৈতিক ফেরারি। চীনের কেন্দ্রীয় সরকার দালাই'র সঙ্গে আলোচনার দ্বার সবসময় খোলারাখে, তবে তার শর্ত হচ্ছে দালাইকে স্বদেশ বিচ্ছিন্ন করার যাবতীয় তত্পরতা বন্ধ করতে হবে। চীন পক্ষ সংশ্লিষ্ট দেশের উদ্দেশ্যে এক চীন নীতিতে অবিচল থাকা, তিব্বতের স্বাধীনতার বিরোধীতা করার প্রতিশ্রুতি অনুসরণ করা, ভালোভাবে সংশ্লিষ্ট সমস্যা নিষ্পত্তি করার তাগিদ দেয়, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাবিত না হয়।

চীনের আশাঃ বিশ্ব সমাজের আস্থা অর্জনের জন্য জাপানী নেতৃবৃন্দ ঐতিহাসিক বিষয়ে বাস্তব কার্যকলাপ গ্রহণ করবে

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ১৬ তারিখে পেইচিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে বলেছেন , চীন পক্ষ আশা করে যে , জাপানী নেতৃবৃন্দ ইয়াসুকুনি সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের স্পর্শকাতরতা আর নেতিবাচক প্রভাবের ওপর গুরুত্ব দেবে এবং বিশ্ব সমাজ আর এশিয়ার প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আস্থা অর্জনের জন্য বাস্তব কার্যকলাপ অবলম্বন করবে ।

তিনি বলেছেন , ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা শুধু একটি ব্যক্তিগত অনুভূতির সমস্যা নয় , তা একটি নীতিগত সমস্যাও । চীন পক্ষ মনে করে যে , দুদেশের সম্পর্ক উন্নয়নের অনুকুল মতাধিষ্ঠান আর মতামতের ওপর জাপান সরকারের গুরুত্ব দেয়া উচিত ।

ভারতের প্রতি পাকিস্তানের দাবিঃ শিয়াচিন হিমবাহ থেকে সৈন্য প্রত্যাহার কর

পাক পররাষ্ট্র মন্ত্রনালয় ১৩ তারিখে ভারতের উদ্দেশ্যে শিয়াচিন হিমবাহ থেকে বিনাশর্তে সৈন্য সরানোর দাবি জানিয়েছে , যাতে এই ভূভাগ নিয়ে দুদেশের বিবাদ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করা যায় ।

পাক পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জিলানি একই দিন সংবাদ সম্মেলনে বলেছেন , ১৯৮৪ সালে ভারত সৈন্য পাঠিয়ে শিয়াচিন হিমবাহ দখল করেছে । ভারত শিয়াচিন হিমবাহ থেকে সৈন্য প্রত্যাহার করলেই কেবল এই অঞ্চল শান্তিপূর্ণ স্থানে পরিণত হবে ।

ভারতের প্রধান মন্ত্রী মনমোহান সিং ১২ তারিখে শিয়াচিন হিমবাহে গিয়ে ভারতীয় বাহিনী পরিদর্শন করার সময় বলেছেন , ভারতের দরকার এই অঞ্চলে পাকিস্তানের সংগে সামরিক বৈরীতার অবসান ঘটানোর উপায় অন্বেষণ করা , যাতে এই অঞ্চল শান্তিপূর্ণ স্থানে পরিণত হয় ।

ভারত ও শ্রীলংকা দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে

১০ জুন শ্রীলংকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ঘোষণা করেছেন, ভারত ও শ্রীলংকা সেদিন দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে তাতে জনশক্তি সম্পদের উন্নয়ন এবং ৪৫০জন শ্রীলংকার পুলিশকে প্রশিক্ষণ দেওয়া অন্তর্ভূক্ত রয়েছে।

নটবর সিং শ্রীলংকার প্রেসিডেন্ট কুমারাটুংগা ও প্রধানমন্ত্রী রাজাপাক্সের সঙ্গে বৈঠক করেছেন দু'পক্ষ দু'দেশের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছে। নটবর সিং আবারও জোর দিয়ে বলেছেন, শ্রীলংকার বিভিন্ন পার্টি-দলকে ব্যাপক ভিত্তিসম্বলিত শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়া এবং প্রেসাডেন্ট কুমারাটুংগা শ্রীলংকার সরকারী বিরোধী সশস্ত্র শক্তি টামিল টাইগার মুক্তি সংস্থার সঙ্গে যৌথ সুনামী ত্রাণ ও পূনর্গঠন ব্যবস্থা প্রতিষ্ঠায় ভারত সরকার সমর্থন জানায়।

৯ জুন রাতে নটবর সিং কলম্বয় পৌঁছে তিনদিনব্যাপী তাঁর শ্রীলংকা সফর শুরু করেছেন, এবং ভারত-শ্রীলংকা যৌথ কমিটি সম্মেলনে অংশ নিয়েছেন।

শ্রীলংকার গণমুক্তি ফ্রণ্ট ক্ষমতাসীন জোট থেকে সরে দাঁড়ালো

শ্রীলংকার ক্ষমতাসীন জোটের ভেতরকার বামপন্থী রাজনৈতিক দল গণমুক্তি ফ্রণ্ট ১৬ জুন ক্ষমতাসীণ জোট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে, ফলে শ্রীলংকার সরকার আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ।

গণমুক্তি ফ্রণ্টের নেতা অমরসিং একই দিনে অনুষ্ঠিত সংবাদ-সম্মেলনে বলেছেন যে, শ্রীলংকার প্রেসিডেণ্ট মাদাম চন্দ্রিকা কুমারাতুংগার সঙ্গে শ্রীলংকা সরকার আর সরকার-বিরোধী তামিল টাইগার সংস্থার মধ্যে সুনামির ত্রাণ ও পুনর্গঠনের যৌথ ব্যবস্থা গঠনের প্রশ্নে এই দলের মতভেদ থাকার কারণে এই দল " অতি দু:খের সঙ্গে সরকার থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে, যদিও সরকারে অনেক কাজ করার বাকী ।"

গণমুক্তি ফ্রণ্ট বরাবরই এ-রকম যৌথ ব্যবস্থা গঠনের বিরোধী এবং মনে করে এ-রকম ব্যবস্থা গ্রহণের অর্থই দাঁড়াবে টাইগার সংস্থাকে তামিলদের একমাত্র প্রতিনিধি বলে স্বীকৃতি দেয়া, এটা দেশের সার্বভৌমত্বের ক্ষতি করবে।

ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করতে যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে

১৩ জুন মার্কিন সরকার আবার ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করতে অস্বীকার করেছে ।

মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র স্কোট ম্যাকলেল্লান সেদিন ওয়াশিংটনে অনুষ্টিত একটি সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন , কর্তব্য পালনের পর মার্কিন বাহিনী ইরাক থেকে সরে যাবে । তিনি বলেছেন , যেদিন ইরাকে মার্কিন বাহিনীর প্রয়োজন নেই , সেদিন মার্কিন বাহিনীকে ইরাক থেকে প্রত্যাহার করা হবে ।

এর আগে , রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদের সদস্য ওলটার জোনস মার্কিন তথ্য মাধ্যমের সাক্ষাত্কার নেয়ার সময় বলেছেন , কংগ্রেস যাতে আইন প্রণয়ন করে ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সূচি তৈরী করে তার জন্য তিনি প্রয়াস চালাবেন ।

ইউ এস এ টুডেই পত্রিকায় ১৩ তারিখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপের রিপোর্ট থেকে জানা গেছে , প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক মনে করে সরকারকে ইরাক থেকে সমস্ত বা আংশিক সৈন্য প্রত্যাহার করতে হবে ।

লেবাননের জাতীয় সংসদের তৃতীয় পর্যায়ের নির্বাচন সমাপ্ত

লেবাননের স্থানীয় সময় ১২ তারিখ সন্ধ্যা ছয়টায়, মুদি লেবানন আর বেকা প্রদেশের ৭টি নির্বাচনীঅঞ্চলের সকল ভোট স্টেশনে ভোট দেয়া শেষ হয়েছে , জাতীয় সংসদের তৃতীয় পর্যায়ের নির্বাচন সুষ্ঠুভাবেসমাপ্ত হয়েছে ।

এরপর লেবাননের জাতীয় সংসদের নির্বাচন সংস্থা ভোট গণনা শুরু করার কথা ঘোষণা করেছে । ১৩ তারিখে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই পর্যায়ের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে ।

জানা গেছে, মুদি লেবানন আর বেকা প্রদেশের ৭টি নির্বাচনী অঞ্চলেমোট ৫৮জন সংসদ সদস্য নির্বাচিতহবেন, তাঁদের সংখ্যা জাতীয় সংসদের ১২৮টি আসনের সংখ্যার প্রায়অর্ধেক । এ জন্যে তৃতীয় পর্যায়ের নির্বাচনের ফলাফল বহুলাংশে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থির করবে ।

দারফুর সমস্যার শান্তি-বৈঠক মূলতুবী

নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত চতুর্থ দফা শান্তি বৈঠকে অংশগ্রহণকারী সুদানের সরকার এবং সরকারবিরোধী সশস্ত্র শক্তির প্রতিনিধিদের মধ্যে ১১ জুন এরিত্রিয়া এবং চাদ তাঁদের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে কিনা , তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে, ফলে মুখোমুখী রুদ্ধদ্বার শান্তি-বৈঠকটি মূলতুবী রাখতে হয়েছে ।

সুদানের সরকারের প্রতিনিধিদলের নেতা কৃষি ও বন মন্ত্রী খলিফা সাংবাদিকদের কাছে বলেছেন, সুদান সরকার এরিত্রিয়ার মধ্যস্থতাকারী বা পর্যবেক্ষকের ভূমিকা মেনে নিতে অস্বীকার করে, কারণ তাঁরা বরাবরই সরকার-বিরোধী সশস্ত্র শক্তিকে সমর্থন করেন।

পক্ষান্তরে সরকার-বিরোধী সশস্ত্র শক্তি মনে করে, সুদানের পশ্চিম প্রতিবেশী দেশ চাদ মধ্যস্থতাকারী হওয়ার যোগ্য নয় । তাদের মতে, চাদ সুদান-সরকারের একই মতাধিষ্ঠান পোষণ করে এবং "শান্তির ক্ষতিসাধনকারী" ভূমিকা পালন করছে ।