১৬ তারিখে জাপান-চীন অর্থনীতি সমিতি একটি প্রকাশিত "ভবিষ্যতমুখী জাপান-চীন অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক বিষয়ক অভিমত পত্রে" যথাশীঘ্র সম্ভব জাপান-চীন পারস্পরিক আস্থার সম্পর্ক পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে।
জাপান-চীন অর্থনীতি সমিটির অধিনস্থ২১ শতাব্দীতে জাপান-চীন সম্পর্কের প্রত্যাশা কমিটি-র এই অভিমত পত্রে বলা হয়েছে, জাপান-চীন অর্থনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলেও রাজনীতির ক্ষেত্রে, সম্প্রতি বারবার জাপান-চীন পারস্পরিক আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার মত সমস্যা আবির্ভূত হয়েছে। জাপান ও চীনের দরকার যথাশীঘ্র পারস্পরিক আস্থার সম্পর্ক পূণঃ প্রতিষ্ঠা করা।
এই অভিমত পত্রে আহ্বান জানানো হয়েছে যে, দু'দেশের নেতাদেরকে ইতিহাস সম্পর্কে উপলদ্ধি ও ধ্যারণা সুবিন্যস্ত ও গভীর করা, যথাশীঘ্র নেতাদের নিয়মিত সফর বিনিময় ও সংলাপ বাস্তবায়ন করা; জাপান-চীন পুজিনিবিয়োগ চুক্তি স্বাক্ষর করা, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সম্পর্ক জোরদার করা।
|