আর্জেনটিনার স্থানীয় সংবাদ মাধ্যমের ১৬ জুন এর খবরে প্রকাশ, আর্জেনটিনার পররাষ্ট্র মন্ত্রণালয় ১৫ জুন একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করে বলেছে, সে দেশে চীনের পণ্য রপ্তানি আর্জেনটিনার অর্থনীতির প্রতি হুমকি নয়।
এই রিপোর্টে বলা হয়েছে, চীন ও ব্রাজিল আর্জেনটিনার দু'টি ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার। আর্জেনটিনার অর্থনীতির পুনরুদ্ধারের কল্যাণে এ বছর থেকে এ দু'টি দেশ থেকে আমদানি পণ্যদ্রব্য বাড়ছে।
এই রিপোর্টে আরও জানা গেছে, চীন থেকে আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে প্রধানত ক্যাপিটাল পণ্য এবং ইন্টারমিডিয়েট পণ্যের বৃদ্ধি বেশি দ্রুত, ভোগ্যপণ্য নয়।
রিপোর্টে এ মত প্রকাশ করা হয়েছে যে, চীনের সঙ্গে আর্জেনটিনার বাণিজ্যিক উদবৃত্তের প্রবণতা অব্যাহত থাকবে। কিন্তু আর্জেনটিনায় প্রতি চীনের পণ্যের রপ্তানি বাড়ছে বলে উদবৃত্তের পরিমাণ কমবে।
|