চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাই ১৭ তারিখে পেইচিংয়ে চীন-দক্ষিণ কোরিযা অর্থনৈতিক সহযোগিতা ফোরামে বলেছেন , চীন-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য এলাকার নির্মাণকাজ দ্রুত করা কল্যানকর ।
জানা গেছে , চলতি বছরের মার্চ মাসে দু'দেশের মধ্যে অবাধ বাণিজ্য এলাকার সম্ভাবনা নিয়ে একটি বেসরকারী তদন্ত শুরু হয়েছে । বিশেষজ্ঞরা মনে করেন যে , দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতামূলক সম্পর্ক ঘনিষ্ঠ , দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য বিপুলমাত্রায় বেড়ে গেছে এবং তা দু'দেশের অবাধ বাণিজ্য এলাকা গড়ে তোলার জন্য হিতকর শর্ত সৃষ্টি করেছে ।
|