জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাচিমুরা নোবুতাকা ১৭ জুন টোকিওতে অনুষ্ঠিত " জাতিসংঘের সংস্কার-বিষয়ক সাংসদ ইউনিয়নের " সম্মেলনে বলেছেন, অব্যাহতভাবেই জার্মানি, ভারত আর ব্রাজিলের সঙ্গে "চাররাষ্ট্র জোটের" সহযোগিতা বজায় রাখতে হবে এবং ঐক্যবদ্ধভাবে নিরাপত্তা পরিষদের সংস্কার এগিয়ে নিয়ে যেতে হবে।
যুক্তরাষ্ট্র জাপানকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবার জন্য যে সমর্থন জানিয়েছে, তিনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ।
জাপানের চীফ কেবিনেট সেক্রেটারী হিরোয়ুকি হোসোদা একই দিন সংবাদ-সম্মেলনে বলেছেন, জাপান অব্যাহতভাবেই " চার'রাষ্ট্র জোটের" উপস্থাপিত কাঠামো প্রস্তাবের খসড়ার ওপর গুরুত্ব আরোপ করবে, জোটের অন্যান্য সদস্যের সঙ্গে ঐক্য ও সহযোগিতা বজায় রাখবে ।
মার্কিন পররাষ্ট্র দফতর ১৬ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের প্রশ্নে সুস্পষ্টভাবে বলেছে, যুক্তরাষ্ট্র শুধু জাপান- সহ দুটি দেশকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে সমর্থন করে ,তা'ছাড়া নিরাপত্তা পরিষদের ২ থেকে ৩টি অস্থায়ী সদস্য বাড়ানোর পরিকল্পনা সমর্থন করে , তবে যুক্তরাষ্ট্র মনে করে, নতুন স্থায়ী সদস্যদেশের ভেটো প্রয়োগের অধিকার থাকবে না ।
|