চীনের গণ কল্যাণ দফতরের মন্ত্রী লি সুয়ে জুই ১৭ জুন বেইজিংয়ে বলেছেন, চীনের দাতব্য ব্রত সুষ্ঠুভাবে উন্নয়নের কক্ষপথে প্রবেশ করেছে। গণ কল্যাণ দফতর বহু ব্যবস্থা চালিয়ে দাতব্য ব্রতের উন্নয়ন ত্বরান্বিত করবে।
লি সুয়ে জুই বলেছেন, সাম্প্রতিক বিশাধিক বছরে চীনের দাতব্য ব্রতের নিয়মকানুন প্রণয়ন, দাতব্য সংস্থার প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। এখন চীনে পেশাগত দাতব্য তত্পরতা চালায়, এমন বিভিন্ন শ্রেণীর দাতব্য সংস্থা আছে প্রায় ৪০০টি, রেড ক্রস সোসাইটি ও তার শাখা আছে ৭০ হাজারাধিক।
তিনি উল্লেখ করেছেন, দাতব্য ব্রতের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চীনের গণ-কল্যাণ দফতর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আরো সুবিধাজনক চাঁদা আদায়ের নীতি প্রণয়ন করবে, যাতে সমাজের বিভিন্ন মহলের মাঝে চাঁদা দেয়ার সক্রিয়তা সঞ্চার করা যায়।
|