১৭ জুন পেইচিংয়ে চীনের কনস্ট্রাকশন ব্যাংক আর যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকার মধ্যে " রণনৈতিক" পুঁজিবিনিয়োগ ও সহযোগিতার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে । চীনের কোনো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এই প্রথম বিদেশের রণনৈতিক পুঁজিবিনিয়োগকারীকে আকৃষ্ট করলো ।
চুক্তি অনুযায়ী ব্যাংক অব আমেরিকা পর্যায়ক্রমে চীনের কনস্ট্রাকশন ব্যাংকে পুঁজিবিনিয়োগ করবে , প্রথম কিস্তির পুঁজিবিনিয়োগের পরিমাণ হবে ২৫০ কোটি ডলার । তার পর ব্যাংক অব আমেরিকা বিদেশের বাজারে চীনের কনস্ট্রাকশন ব্যাংকের ৫০ কোটি ডলারের শেয়ার কিনবে , অর্থাত্ ব্যাংকটির ৯ শতাংশ শেয়ারের অধিকারী হবে।
|