মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বোজিজে ১৬ তারিখে রাজধানি বানকুইয়ে আরেক বার ঘোষণা করেছেন যে ,মধ্য আফ্রিকা একচীন নীতিতে অটল থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদার ও উন্নত করতে ইচ্ছুক।
বোজিজে সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রীর সহাকারী লিয়ু কুওজেনের সঙ্গে সাক্ষাত্কালে এই কথা বলেছেন।তিনি আরো বলেছেন, মধ্য আফ্রিকা চীনের সঙ্গে মৈত্রীকে সযত্নে বজায় রাখবে, মধ্য আফ্রিকা দুদেশের মৈত্রী ও সহযোগিতাকে গুরুত্ব দেয়। মধ্য আফ্রিকার স্থিতিশীলতা ও উন্নয়ন বাস্তবায়নে চীনের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।
প্রেসিডেন্ট বোজিজে এবং মধ্য আফ্রিকা সরকার যে চীনের একীকরণ সমর্থন করেন লিয়ু কুওজেন তার প্রসংশা করেছেন।তিনি বলেছেন, চীন আগের মতো ভবিষ্যতেও দেশের স্থিতিশিলতা রক্ষা করা আর অর্থনৈতিক উন্নয়নে মধ্য আফ্রিকার প্রচেষ্টা সমর্থন করবে এবং মধ্য আফ্রিকার জন্য সাধ্যমত সাহায্য দিবে।
|