v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-17 13:31:07    
লৌরেন্স পদক জয়ী লিউ সিয়াং

cri
    লৌরেন্স বিশ্ব ক্রিড়া পরিষদ সম্প্রতি ২০০৫ সালের লৌরেন্স বিশ্ব ক্রীড়া পদক বিজয়ী খেলোয়াড়দের তালিকা প্রান্ত ঘোষণা করেছে। ২০০৪ সালে শ্রেষ্ঠ সাফল্য অর্জনের সুবাদে ২১ বছর বয়সী লিউ সিয়াং শ্রেষ্ঠ নতুন খেলোয়াড় পদক অর্জন করেছেন।

    লৌরেস লাটিন ভাষায় লৌরেন্স হলো লরেল মুকুট। ক্রিড়া প্রতিযোগিতায় জয়ের প্রতীক। বর্তমানে লৌরেন্স বিশ্ব ক্রীড়া পদক বিশ্বের অন্যতম খ্যাতনামা পদক । খেলোয়াড় ও ক্রিড়া দল বিগত এক বছরে বিশ্ব ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে তার স্বীকৃতি হিসেবে এই পদক তাদের দেয়া হয়। প্রধান পদকের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ ও নারী খেলোয়াড় পদক ,শ্রেষ্ঠ দলগত পদক , শ্রেষ্ঠ নতুন খেলোয়াড় পদক উল্লেখযোগ্য। গত বছরে চীনের দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ ক্রিড়াবিদ লিউ সিয়াং চমত্কার ক্রীড়া নৈপূন্য দেখিয়েছেন। তিনি ক্রীড়া জগতের একটি গুরুত্বপূর্ণ তারকায় পরিণত হয়েছেন। এথেন্স ওলিম্পিক গেমসে তিনি পুরুষ ১১০ মিটার হার্ডলস প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন। আগে এই ইভেন্টের শিরোপা সব সময় ইউরোপ ও মার্কিন দৌঁড়বিদদের হাতে থাকতো। তাই লিউ সিয়াং কেবল যে স্বর্ণপদক অর্জন করেছেন তা নয়, বরং বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন। বিশ্বের জনগণ তাতে বিস্মিত। তাই লিউ সিয়াং চলতি বছরে লৌরেন্স বিশ্ব ক্রীড়া পদকের মধ্যে শ্রেষ্ঠ নতুন খেলোয়াড় পদক যথার্থই অর্জন করেছেন। লিউ সিয়াং এই পদক-বিজয়ী দ্বিতীয় চীনা খেলোয়াড়। ২০০৩ সালে চীনের বাস্কেটবল খেলোয়াড় ইয়াও মিং এই পদক অর্জন করেছেন। পদক অর্জনের পর লিউ সিয়াং বলেছেন,

    আমি মনে করি, ইয়াও মিং খুবই চমত্কার খেলোয়াড়। এতো কম সময়েই তিনি এন বি এর একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়ছেন। এন বি এর পরিবেশ খুবই কঠিন। আমরা বিভিন্ন ইভেন্টে খেলছি, তিনি একজন পেশাদার খেলোয়াড় , আমি ইয়াও মিংর কাছে অনেক কিছু শিখবো। লিউ সিয়াং আগামী মাসে মার্কিন ওরেকোন অংগরাজ্যে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ লীগের প্রতিযোগিতার জন্যে প্রস্তুতি নিচ্ছেন ।তাই পর্তুগালের এসটোরিলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত হতে পারেননি। লৌরেন্স বিশ্ব ক্রীড়া পরিষদের সদস্যা , চীনের বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় তেং ইয়া পিং পেইচিংয়ে লিউ সিয়াংকে পুরস্কার প্রদান করেছেন। চীনের দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ পরিষদের চেয়ারম্যান লৌ ই ছাও-এর উপস্থিতিতে তেং ইয়া পিং লিউ সিয়াংকে পুরুস্কার প্রদান করেছেন। লৌ ই ছাও বলেছেন, লিউ সিয়াং যে লৌরেন্স বিশ্ব শ্রেষ্ঠ খেলোয়াড় পদক পেয়েছেন, তাতে তাঁর শক্তি ও উচ্চ মানসম্পন্ন গুনাবলী পুরোপুরি প্রকাশিত হয়েছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যত সম্ভবনা আছে। তিনি আশা করেন, লিউ সিয়াং প্রচেষ্টা চালাতে পারবেন এবং ভবিষ্যতের প্রতিযোগিতায় আরো চমত্কার সাফল্য অর্জন করবেন। তিনি বলেছেন,

    এবারকার পুরুস্কার প্রদান লিউ সিয়াংয়ের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ।এর আগে তিনি চীনের "অনুকরণীয় শ্রমিক" আর "দশটি শ্রেষ্ঠ খেলোয়াড়" গৌরব অর্জন করেছেন। কিন্তু লৌরেন্স পদক অর্জন আন্তর্জাতিক ক্রীড়া মহলে তার আধিপাত্যের প্রমাণ। বর্তমানে লিউ সিয়াংয়ের শরীরের অবস্থা ভালো এবং তার প্রশিক্ষণও অব্যাহত রয়েছে। বিশেষভাবে লিউ সিয়াং এইসব গৌরব অর্জন তার জন্যে অনুকূল পরিস্থিতি বজায় রেখেছে। তিনি ও তাঁর প্রশিক্ষকের মধ্যে গৌরব ও প্রশিক্ষণের সম্পর্ক ভালভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি মনে করি, তিনি একজন উজ্জ্বল দৌঁড়বিদ। আমি মনে করি, ২০০৮ সালের আগে, তিনি চীনের ক্রীড়ামহল ,বিশেষভাবে চীনের দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ মহলের একজন গুরুত্বপূর্ণ দৌঁড়বিদ। ওলিম্পিক গেমস ২০০৮ এ তার স্বর্ণপদক জয়ের সম্ভাব না আছে। আমি তাঁকে বিশ্বাস করি। এথেন্স ওলিম্পিক গেমসের শীরোপা, লৌরেন্স শ্রেষ্ঠ নতুন খেলোয়াড়, চীনের দশজন শ্রেষ্ঠ খেলোয়াড় ইত্যাদি গৌরব তিনি অর্জন করেছেন। কিন্তু তিনি শান্ত রয়েছেন। তিনি মনে করেন, যদিও তিনি অল্পবয়স্ক এবং ওলিম্পিক গেমসের স্বর্ণপদক অর্জন করেছেন, কিন্তু তাঁর ক্রীড়া অভিযাত্রার পথ দীর্ঘ হবে। তিনি তাঁর লক্ষ্য ও অপূর্ণতা ভুলে যাবেনা। তিনি বলেছেন, চলতি বছরে আগষ্টে তিনি ফিনলান্তে অনুষ্ঠিতব্য আই এ এ এফ অভ্যন্তরীণ বিশ্ব চ্যাম্পিয়নশীপ দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ প্রতিযোগিতার ১১০ মিটার হার্ডলস খেলায় শীরোপা অর্জন করার আশা প্রকাশ করেছেন। এবারকার লৌরেন্স শ্রেষ্ঠ নতুন খেলোয়াড় পদক অর্জন করার ফলে তিনি সামনে এগিয়ে যাবেন। তিনি আরো বলেছেন, বর্তমানে আমি শুধু ওলিম্পিক গেমসের শীরোপা অর্জন করেছি, অন্য প্রতিযোগিতায় আমি স্বর্ণপদক অর্জন করেনি। আমি আশা করি আগামী সব প্রতিযোগিতায় আমি চমত্কার ক্রীড়া নৈপূণ্য দেখাতে পারবে। তিনি স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা, আরো বেশী শীরোপা অর্জন করার কথা বলেছেন।