আর্জেনটিনার স্পীকার কামানো ১৬ তারিখে রাজধানি পুয়েনসএরিসে সফররত চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান মাদাম লিউ ইয়ানতংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে, কামানো আরেক বার উল্লেখ করেছেন আর্জেনটিনা সরকার একচীন নীতিতে অটল থাকবে এবং চীনের শান্তিমূলক একীকরণ সমর্থন করবে। তিনি চীনের সংস্কার আর মুক্তদ্বার নীতির কল্যানে অর্থনৈতিক ক্ষেত্রে অর্জিত বিরাট সাফল্যের উচ্চমূল্যায়ন করেছেন এবং চীনের আরো বেশী শিল্পপ্রতিষ্ঠান আর্জেনটিনায় গিয়ে পুঁজিবিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেছেন।
আর্জেনটিনার সরকার যে দৃঢ়ভাবে একচীন নীতিতে অটল থাকে তার জন্য লিউ ইয়েনতং ধন্যবাদ জানিয়েছেন।তিনি আরো বলেছেন, গতবছরে চীন ও আর্জেনটিনার শীর্ষস্থানীয় নেতাদের সফর বিনিময় হলো দুদেশের সম্পর্কের একটি নতুন পর্যায়ে প্রবেশের প্রতীক। তিনি আশা করেন, দুদেশ আরো বিস্তীর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে, এবং আন্তর্জাতিক বিষয়ে বৃহততর ভূমিকা পালন করবে।
|