মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী নিছোলাস বুর্নস ১৬ তারিখে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র জাতি সংঘ নিরাপত্তা পরিষদে অন্তত দুটি নতুন স্থায়ী সদস্য দেশ বৃদ্ধির প্রয়াসকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হতে জাপানকে সমর্থন করে।
তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে জাতি সংঘে নিরাপত্তা পরিষদের নতুন স্থায়ী সদস্য দেশের মানদন্ড সম্পর্কে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করবে।
ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দফতরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ছয়টি স্থায়ী সদস্য দেশ আর চারটি অস্থায়ী সদস্য দেশ বৃদ্ধি সম্পর্কে জাপান, জার্মানী, ভারত ও ব্রাজিল নিয়ে গঠিত চার রাষ্ট্র গোষ্ঠীর প্রস্তাবের বিরোধীতা করে। তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ক্রমে ক্রমে বৃদ্ধির পক্ষপাতী।
|