১৬ তারিখে লেবানেনের প্রেসিডেন্ট এমিলে লাহৌদ বৈরুতে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ টায়িপ এর্দোগানের সঙ্গে সাক্ষাত্কালে লেবানেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার কথা আরেকবার ঘোষণা করেছেন ।
লাহৌদ এর্দোগানের সঙ্গে বৈঠকের সময়ে জোর দিয়ে বলেছেন, লেবানেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা হচ্ছে একটি লাল লাইন, কোনো কারণেই এই লাল লাইন অতিক্রম করা চলবে না ।
লাহৌদ লেবানেন -তুরস্ক সম্পর্কের উন্নয়নের প্রশংসা করেছেন । তিনি আশা করেন, দু'দেশ অর্থনীতি, বাণিজ্য ও পর্যটনইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে ।
উল্লেখ্য,লেবানেনের প্রধানমন্ত্রী নাজিব মিকাটির নিমন্ত্রণে ১৫ তারিখে এর্দোগান বৈরুতে পৌঁছে তাঁর দু'দিনব্যাপী সফর শুরু করেছেন ।
|