জাতি সংঘের মহা সচিব কোফি আন্নান ১৬ জুন নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো একটি চিঠিতে বলেছেন , লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরির হত্যাকান্ড সংক্রান্ত আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন সেদিনে সার্বিকভাবে তদন্ত শুরু করেছে ।
আন্নান বলেছেন , জাতি সংঘের ১৫৫৯ নং প্রস্তাব অনুযায়ী স্বাধীন তদন্ত কমিশন ৩ মাস ধরে হারিরির হত্যাকান্ড তদন্ত করবে । প্রয়োজন হলে তিনি তদন্তের সময় আরও তিন মাস বাড়াবেন ।
উল্লেখ্য , এই বছরের ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখে হারিরিকে হত্যা করার পর জাতি সংঘ নিরাপত্তা পরিষদের অনুরোধে এই ঘটনা তদন্তের জন্য আন্নান একটি তদন্ত গ্রুপ লেবাননে পাঠিয়েছেন । তদন্ত গ্রুপের রিপোর্টে বলা হয়েছে যে লেবানন সরকার গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী তদন্ত চালায় নি , এই কারণে এই ঘটনা আবার তদন্তের জন্য এপ্রিল মাসে নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে ।
|