১৬ তারিখে মার্কিন সরকার ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সূচী প্রণয়ন করতে আবার অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র স্কোট ম্যাকলেল্লান একইদিন ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত হলে তা ইরাকের নতুন সরকারের ক্ষতি করতে পারবে এবং তা মার্কিন বিরোধী সশস্ত্রের ব্যক্তিদের অনুকূল ।
তিনি আরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৪ জুন হোয়াইট হাউসে ইরাকের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধানমন্ত্রী জাফারির সঙ্গে সাক্ষাত্ করবেন। তাঁরা ইরাকের নিরাপত্তা বাহিনীকে মার্কিন পক্ষের প্রশিক্ষণদানের অগ্রগতি, ইরাকের নতুন সংবিধান প্রণয়ন এবং দ্বিপাক্ষিক ,আঞ্চলিক আর আন্তর্জাতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন।
|