চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন চাও ১৬ তারিখে পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চীন পক্ষ আশা করে যে , কোরীয় পারমানবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের বিভিন্ন পক্ষ এই সমস্যা সমাধানের প্রক্রিয়া তরান্বিত করার জন্য ইতিবাচক আর গঠনমূলক প্রচেষ্টা চালাবে ।
তিনি সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে বলেছেন , চীন আশা করে যে , কোরীয় উপদ্বীপ একটি পারমানবিক অস্ত্রবিমুক্ত উপদ্বীপ হবে । চীন পক্ষ মনে করে যে , পরস্পরকে মর্যাদা প্রদর্শন করা ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি । চীন পক্ষ আরো আশা করে যে , বিভিন্ন পক্ষের উদ্বেগ আর সন্দেহ ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোতে নিষ্পত্তি আর দূর করা যাবে ।
|