চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ১৬ তারিখে পেইচিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে বলেছেন , চীন পক্ষ আশা করে যে , জাপানী নেতৃবৃন্দ ইয়াসুকুনি সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের স্পর্শকাতরতা আর নেতিবাচক প্রভাবের ওপর গুরুত্ব দেবে এবং বিশ্ব সমাজ আর এশিয়ার প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আস্থা অর্জনের জন্য বাস্তব কার্যকলাপ অবলম্বন করবে ।
তিনি বলেছেন , ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা শুধু একটি ব্যক্তিগত অনুভূতির সমস্যা নয় , তা একটি নীতিগত সমস্যাও । চীন পক্ষ মনে করে যে , দুদেশের সম্পর্ক উন্নয়নের অনুকুল মতাধিষ্ঠান আর মতামতের ওপর জাপান সরকারের গুরুত্ব দেয়া উচিত ।
|