চীনের জাতীয় গণকংগ্রেসের চেয়ারম্যান উ পাংকুও ১৬ জুন পেইচিংয়ে রাশিয়ার জাতীয় দুমার চেয়ারম্যান গ্রাইজলোভের সঙ্গে বৈঠক করার সময়ে বলেছেন, চীন-রাশিয়া রণনৈতিক সহায়তার অংশীদারী সম্পর্ক আরও জোরদার করা অভিন্ন স্বার্থ রক্ষা এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্য খুবই তাত্পর্যপূর্ণ।
উ পাংকুও বলেছেন, দুদেশের উচিত দেশের সার্বভৌম অধিকার , ভূভাগের অখণ্ডতা এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপারাদিতে পারস্পরিক সমর্থন জোরদার করা, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা, শক্তিসম্পদ, যন্ত্র ও বৈদ্যুতিক সামগ্রী বাণিজ্য আর বিরাট প্রকল্পগুলোতে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা, আন্তর্জাতিক আর আঞ্চলিক বিষয়াদিতে মতবিনিময আর সমন্বয় ঘনিষ্ঠ করা এবং জাতিসংঘ ইত্যাদি সংগঠনে সহযোগিতা জোরদার করা ।
গ্রাইজলোভ পুনরায় ঘোষণা করেছেন, রাশিয়া এক-চীন নীতিতে অবিচল, রাশিয়ার দুমা চীনের জাতীয় গণ কংগ্রেসের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আদানপ্রদান অব্যাহতভাবে জোরদার করতে ইচ্ছুক ।
|