চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ১৬ জুন বলেছেন, চীন ও রাশিয়ার উচিত নতুন উন্নয়নের সুযোগ আকঁড়ে ধরে প্রতিবেশী অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা, অব্যাহতভাবে সহযোগিতার শ্রেণী ও মান উন্নত করা এবং দ্বিপাক্ষিক দ্রুত অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত করা উচিত।
সেদিন উদ্বোধন হওয়া ১৬তম চীন হারবিন অর্থনীতি ও বাণিজ্য সম্মেলনের "রুশ বাণিজ্য দিবসের" উদ্বোধনীঅনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন।
উ ই বলেছেন, চীন ও রাশিয়া হচ্ছে প্রতিবেশী দেশ, সীমান্ত-সংলগ্ন অঞ্চল হচ্ছে চীন ও রাশিয়ার সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতার স্থান এবং গুরুত্বপূর্ণ প্লাটফম। সাম্প্রতিক বছরগুলোতে, দু'দেশের সীমান্ত অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার আকার নিরন্তরভাবে সম্প্রসারিত হয়েছে, সহযোগিতার ক্ষেত্র ধারাবাহিকভাবে বিস্তীর্ণ হয়েছে , সীমান্ত বাণিজ্যে দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মর্যাদা দিনে দিনে গুরুত্বপুর্ণ হয়েছে, বলিষ্ঠভাবে চীন ও রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিতহয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দ্রুত উন্নত হয়েছে, চীন রাশিয়ার পঞ্চম বাণিজ্যিক অংশীদার হয়েছে, রাশিয়া হচ্ছে চীনের অষ্টম বাণিজ্যিক অংশীদার।
|