১৬ তারিখে চীনের গণনিরাপত্তা মন্ত্রণালয়ের সন্ত্রাস দমন ব্যুরোর সহাপরিচালক চাও ইয়োংছেন পেইচিংয়ে বলেছেন, চীন "সন্ত্রাস-দমন বিরোধী আইন" প্রণয়ন করবে বর্তমানে সন্ত্রাস দমনের জরুরী ব্যবস্থা ইত্যাদি প্রতিষ্ঠিত হয়েছে, যাতে আকস্মিক সন্ত্রাসী হামলা রোধ করা যায়।
চাও ইয়োংছেন পেইচিংয়ে অনুষ্ঠিত আসিয়ান উচ্চপর্যায়ের পুলিশ প্রশিক্ষন কোর্স চলাকালে বলেছেন, চীন এক স্থিতিশীল দেশ, কিন্তু একইভাবে সন্ত্রাসের বাস্তব হুমকির সম্মুখীন। চীনের ওপর আন্তর্জাতিক সন্ত্রাসী শক্তির প্রধান হুমকির অভিক্যক্তি হচ্ছে, কোনো কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থা এবং ব্যক্তি বিদেশে সরাসরিভাবে চীনের স্বার্থের ওপর হামলা করে।
তিনি বলেছেন, বর্তমান চীন একটি ঐকীভূত এবং পূর্ণাঙ্গ "সন্ত্রাসী দমন আইন" প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। খবরে প্রকাশ, এই আইনে প্রধানত: চীনের সন্ত্রাস দমন নীতি প্রতিফলিত হবে, সন্ত্রাসী তাতে সন্ত্রাস দমনকারী সংস্থা ও তার দায়িত্ব নির্ধারিত হবে, এবং সন্ত্রাস দমনে চীনের গৃহীতব্য প্রয়োজনীয় ব্যবস্থা স্থির করা হবে, যাতে করে আইন প্রয়োগকারী সংস্থার অনুসরণযোগ্যআইন থাকে।
|