চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাও ১৬ তারিখে পেইচিংয়ে সফররত রাশিয়ার রাষ্ট্রীয় নিম্ন পরিষদ-দুমার চেয়ারম্যান গ্রেজলোভের সংগে সাক্ষাতের সময় বলেছেন , দুদেশের সম্পর্ক নতুন মানে উন্নীত করার জন্য চীন সরকার রাশিয়া পক্ষের সংগে মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের পারস্পরিক উপকারিতা আর রণনৈতিক সহযোগিতা সার্বিকভাবে জোরদার করতে ইচ্ছুক ।
গ্রেজলোভ বলেছেন , দুপক্ষের উচিত দ্বিপাক্ষিক বাণিজ্যিক কাঠামো আরো পূর্ণাঙ্গ করা এবং দ্বিপাক্ষিক পূঁজিবিনিয়োগ আর নতুন হাইটেক ও শক্তি সম্পদের ক্ষেত্রে দুদেশের সহযোগিতা জোরদার করা , যাতে দুদেশের অর্থনীতির যৌথ বিকাশ তরান্বিত করা যায় ।
|