|  হংকং বিশেষ অঞ্চল সরকারের নির্বাচন বিভাগ ১৬ তারিখ বিকেলে ঘোষণা করেছে , নতুন প্রশাসক পদপ্রার্থী হিসেবে চেন ইং ছুয়াং-এর মনোয়ন গৃহিত হয়েছে।     জানা গেছে , চেন ইং ছুয়াং ১৫ তারিখে হংকং বিশেষ অঞ্চলের প্রশাসক নির্বাচনে অংশ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে মনোয়নপত্র জমা দিয়েছেন ।  |