চীনের প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প কমিশনের ভাইস চেয়ারম্যান চাং কুয়াং ছিং ১৬ তারিখে পেইচিংয়ে বলেছেন , গত দু'বছরে চীনে জাহাজ নির্মাণ শিল্প দ্রুত প্রসারিত হয়েছে । অনুমান করা হচ্ছে , এ বছর চীনে নির্মিতজাহাজের বহন ক্ষমতা সাকুল্যে ১ কোটি টনে দাঁড়াবে । তা বিশ্বের জাহাজ নির্মাণের ১৮ শতাংশ হবে ।
একই দিন পেইচিংয়ে একটি তথ্য- জ্ঞাপন-সভায় তিনি আরো বলেছেন , গত বিশাধিক বছরে বিকাশের মাধ্যমে চীন বিশ্বের একটি বৃহত্ জাহাজ নির্মাতা দেশে পরিণত হয়েছে । চীনের তৈরী জাহাজ বিবিধ আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে খাপ খায় আর তা যে কোনো সমুদ্রে চলাচলের উপযোগী ।
২০০৪ সালে চীনের নির্মিত জাহাজের মোট বহন ক্ষমতা ৮৮ লক্ষ টনে দাঁড়িয়েছে । তা বিশ্বের জাহাজ নির্মাণের ১৪ শতাংশ হয়েছে । গত দশ বছরে পৃথিবীতে জাহাজ নির্মাণের দিক থেকে চীনের স্থান একটানা তৃতীয় রয়েছে ।
|