১৫ তারিখে ইরানের সাবেক ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সেনাপতি রেজায়ী এক ঘোষণায় বলেছেন, তিনি ইরানের প্রেসিডেন্টের নির্বাচনের পদপ্রার্থীতা প্রত্যাহার করেছেন।
ইরানের জাতীয় টেলিভিশন বলেছেন, রেজায়ী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার প্রস্তাবে ভোট-বিভাজন জনিত কারণে ফলাফলের অনিশ্চয়তা এড়াতে, রেজায়ী এবারকার নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করার সিদ্ধান্ত করেছেন।
|